Thursday , October 18 2018
Home / ফেসবুক স্ট্যাটাস থেকে / দালাল মিডিয়ার চাটুকারিতাই শেখ হাসিনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে – গোলাম মোর্তজা

দালাল মিডিয়ার চাটুকারিতাই শেখ হাসিনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে – গোলাম মোর্তজা

গোয়েবলসীয় প্রপাগান্ডায় নিজেরাই নিজেদের বিজয়ী ঘোষণা করেছেন।নোবেলকে বিতর্কিত করার প্রপাগান্ডায় নিজেদের সফল ভেবেছেন।ভেবেছেন নিজেদের অতি ক্ষুদ্র গন্ডির চারপাশটাই পৃথিবী। ভেবেছেন প্রপাগান্ডা চালিয়ে নোবেল অর্জনও করে ফেলবেন। যার নাম ব্যবহার করে প্রপাগান্ডা চালালেন, তার জন্যে কেমন হলো ব্যাপারটা? টকশোতেও বলেছি, এই প্রপাগান্ডা থামানো দরকার।অদ্ভূত ব্যাপার যারা থামাতে পারতেন, তাদেরও প্রপাগান্ডায় অংশ নিতে দেখা গেছে।

অনেকের কাছে ‘আঙ্গুর ফল টক’ মনে হয়েছে, অনেক দেরিতে।

About banglamail

Check Also

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতির কি উপকার হবে ? – নুরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতির জন্য নিম্নোক্ত কাজ গুলো সুচারুভাবে আঞ্জাম দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। …