পুলিশের নির্যাতনের শিকার রাস্তার গরীব শিশুরা।
(ভিডিও সহ)
ঢাকার রাস্তায় দিন-দুপুরে চলেছে শিশু নির্যাতন।
পুলিশ এই নির্যাতন সাথে জড়িত।
পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের সামনে দুই শিশুকে কাঠ দিয়ে হাতে পায়ে, সমস্ত শরীরে মেরেছে এক পুলিশ কনেস্টেবল। ওই শিশু দুজন হাই মাউ করে কাঁদছে। পথচারি এক ভাই প্রতিবাদ করলে ওই পুলিশ বলে, এ বিষয়ে আমার পিএইচডি করা আছে। যতই মারি না কেন, ওসব পুলাপাইনের কিছুই হবে না। এরপর এক নারীসহ আরও কয়েকজন ওই পুলিশকে রুখে দাঁড়ায়। প্রতিবাদ করে। ওই পুলিশের নাম, মাহবুব। হৃদয় বিদারক এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। এই পুলিশের বিচার চাই।
#Saeed_Khan