প্রতিষ্ঠার প্রথম বছরে ঢাকার অধূরে জিন্দা পার্কে দিনব্যাপী বিভিন্ন ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে ”ব্যাংকার্স এসোসিয়েশন অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়” এর পিকনিক অনুষ্ঠিত হয়ে গেল। সংগঠনের আহবায়ক সিটি ব্যাংকের কর্মকর্তা শাকিল আবিরের দিকনির্দেশনায় প্রায় ৪০টি ব্যাংকের ১২০জন প্রতিনিধির উপস্থিতিতে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, পরিচিতি পর্ব, শিশু ও মহিলাদের নানান আয়োজনে পিকনিক জমজমাট হয়ে উঠে। পিকনিকের সার্বিক আয়োজনে কৃষি ব্যাংকের সাকিব, জিদান, স্ট্যান্ডার্ড ব্যাংকের সায়ন্ত, বাংলাদেশ ব্যাংকের শফিকুল আলম পাবেল ও সিনিয়রদের মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ব্যাবস্থাপক ইকরাম পাশা, ঢাকা ব্যাংকের তানিয়া তাসনিম সহ সবার সহযোগিতায় আয়োজন সম্পন্ন হয়। এছাড়াও ইসলামী ব্যাংকের আহমেদ রাফি শাওন ও ওমর ফারুকের আয়োজনে সাংস্কৃতিক আয়োজন সবাইকে বাড়তি আনন্দ দেয়। দিনশেষে র্যাপল ড্র এর জমজমাট পুরস্কারের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে পানি ও বেভারেজ স্পন্সর করেন পারটেক্্র গ্রুপ, কমন গিফট স্পনসর করেন প্রাণ গ্রুপ।
