Friday , October 19 2018
Home / অপরাধ / মসজিদের ভেতরে জোড়পূর্বক শেখ মুজিবের জন্মদিন পালন !

মসজিদের ভেতরে জোড়পূর্বক শেখ মুজিবের জন্মদিন পালন !

কতটা পথভ্রষ্ট হলে মানুষ এ কাজটা করতে পারে। আল্লাহর ঘর মসজিদের ভিতর ছবি এবং জন্মদিন পালন”নাউজুবিল্লাহ” তাও অাবার ছেলে-মেয়ে এক সাথে!
.
বেদাত যেখানে দূর হওয়ার ঘোষণা আসবে মসজিদ থেকে, সেখানে উল্ট বেদাত মসজিদ থেকে শুরু।
.
ঘটনাটি ”কালাদি ফাজিল মাদ্রাসায়” শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মসজিদের ভিতর ছবি সম্মিলিত জন্মদিন পালন করা হয় এবং এর নেতৃত্বে ছিল অত্র মাদ্রাসার ভন্ড প্রিন্সিপাল আব্দুল হাই।
.
বঙ্গবন্ধু অবশ্যই সম্মানিত ব্যক্তি এবং বি‌শ্বের নামকরা নেতা‌দের ম‌ধ্যে অন্যতম , তাই বলে মসজিদের ভিতর জন্মদিন পালন..??
.
মসজিদ থেকে বেদাতের জন্ম..!!
.
পৃথিবী তাদের জন্য ধ্বংস হবে না, যারা অন্যায় করে.!! বরং পৃথিবী তাদের জন্যই ধ্বংস হবে, যারা অন্যায়ের প্রতিবাদ করে না!!
.
আল্লাহু এই ধরনের দাজ্জাল ইমামদের হাত থেকে মুসল্লিদের রক্ষা করুন… আর সরকারী দল কী বাধ্যতামূলক ক‌রে‌ছিল মস‌জি‌দের ম‌ধ্যে এ কাজ কর‌তে ? এসব ভন্ড লেবাসধারী শয়তান‌দের সামা‌জিক ভা‌বে বয়কট করা ফর‌জে আ্বইন । এরা দেশ ও দ‌শের মারাত্মক ক্ষ‌তি সাধন কর‌ছে । মু‌খে এ‌দের ইসলা‌মী বয়ান আর ভেত‌রে ভেত‌রে ইব‌লি‌শের গুরু ।

আল্লাহ ও‌দের থে‌কে সবাই‌কে রক্ষা করুন ।

Faruq Azam

About banglamail

Check Also

বি চৌধুরীর কী এমন গোপনীয় বিষয় খালেদা জেনে গিয়েছিলেন?

গত টার্মে বি চৌধুরীকে পররাষ্ট্রমন্ত্রী থেকে রাষ্ট্রপতি করা হয়। এটা কি শুধুই দলের বিশ্বস্ত এবং …