Thursday , March 22 2018
Home / ফেসবুক স্ট্যাটাস থেকে / আমাদের বেচে থাকার ক্ষমতা নাই।

আমাদের বেচে থাকার ক্ষমতা নাই।

মাঝে মাঝে কোনকিছু ভালো লাগে না।। যখন ভাবি আমাদের এক সেকেন্ড বেচে থাকার কোন ক্ষমতা নাই।। এই যে, বিমান দুর্ঘটনা যার মারা গেলো তার কি কখনও কল্পনাও করেছে তাদের এভাবে মৃত্যু হবে??

আল্লাহ্‌ আমাদের ক্ষমতাহীন করে এই পৃথিবী পাঠিয়েছে।। তারপর আমরা বেচে থাকার জন্য কত কিছু না করি।। মানুষের মনে কষ্ট দিতে পিছপা হই না নিজে একটু ভালো থাকার জন্য…ভালো সাজার জন্য।। কত অন্যায় কত অবিচার।। একবারও চিন্তা করি না কি লাভ এইসব করে?? যখন নিজের এক সেকেন্ড বাচার কোন নিশ্চয়তা নাই……..
ভরসা নাই………………….

About saeed.khan

Check Also

ট্রাক ও পিক আপের মুখোমূখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ঘটনাস্থলে ৬ জনের মর্মান্তিক মৃত্যু ।

মো:ফারুক হোসেন, কলারোয়া,সাতক্ষীরা প্রতিনিধি: রোজ মঙ্গলবার,ইং-২০/০৩/১৮ রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটার ভৈবরনগর নামক …