Friday , October 19 2018
Home / ফেসবুক স্ট্যাটাস থেকে / আমাদের বেচে থাকার ক্ষমতা নাই।

আমাদের বেচে থাকার ক্ষমতা নাই।

মাঝে মাঝে কোনকিছু ভালো লাগে না।। যখন ভাবি আমাদের এক সেকেন্ড বেচে থাকার কোন ক্ষমতা নাই।। এই যে, বিমান দুর্ঘটনা যার মারা গেলো তার কি কখনও কল্পনাও করেছে তাদের এভাবে মৃত্যু হবে??

আল্লাহ্‌ আমাদের ক্ষমতাহীন করে এই পৃথিবী পাঠিয়েছে।। তারপর আমরা বেচে থাকার জন্য কত কিছু না করি।। মানুষের মনে কষ্ট দিতে পিছপা হই না নিজে একটু ভালো থাকার জন্য…ভালো সাজার জন্য।। কত অন্যায় কত অবিচার।। একবারও চিন্তা করি না কি লাভ এইসব করে?? যখন নিজের এক সেকেন্ড বাচার কোন নিশ্চয়তা নাই……..
ভরসা নাই………………….

About banglamail

Check Also

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতির কি উপকার হবে ? – নুরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতির জন্য নিম্নোক্ত কাজ গুলো সুচারুভাবে আঞ্জাম দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। …