Thursday , March 22 2018
Home / ফেসবুক স্ট্যাটাস থেকে / রাষ্ট্রভাষা থাকতে পারলে রাষ্ট্রধর্ম কেন থাকবে না ?

রাষ্ট্রভাষা থাকতে পারলে রাষ্ট্রধর্ম কেন থাকবে না ?

কলা বিজ্ঞানীরা বলেন, রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না! এই যুক্তিতে, রাষ্ট্রের যদি কোন ধর্ম না থাকে, তহলেতো রাষ্ট্রের কোন ভাষাও থাকার কথা না! কিন্তু রাষ্ট্রভাষা বাংলা এই প্রশ্নে কেউই দ্বিমত পোষণ করেন না। কেনরে ভাই? বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৯ টি ভাষায় মানুষ কথা বলে! তাহলে শুধু বাংলা কেনো রাষ্ট্রভাষা?

সবাই বলবে এখানে বেশিরভাগ মানুষের ভাষা বাংলা! ও আচ্ছা, বেশিরভাগ মানুষের ধর্মওতো ইসলাম। তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সমস্যা কোথায়??

Amdadul Haque

About banglamail

Check Also

ট্রাক ও পিক আপের মুখোমূখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ঘটনাস্থলে ৬ জনের মর্মান্তিক মৃত্যু ।

মো:ফারুক হোসেন, কলারোয়া,সাতক্ষীরা প্রতিনিধি: রোজ মঙ্গলবার,ইং-২০/০৩/১৮ রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটার ভৈবরনগর নামক …