Sunday , May 27 2018
Home / অন্যান্য / ইসলামের বিরুদ্ধে কথা বলায় ভারতে জনতার জুতাপেটা খেলেন তসলিমা নাসরিন (ভিডিও)

ইসলামের বিরুদ্ধে কথা বলায় ভারতে জনতার জুতাপেটা খেলেন তসলিমা নাসরিন (ভিডিও)

ভারতে বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে।

আওরঙ্গাবাদের পুলিশ জানিয়েছে, লেখিকা তসলিমা নাসরিন শহরের একটি হোটেলে থাকার জন্য ঘরও বুক করেছিলেন – কিন্তু শনিবার সন্ধ্যায় মুম্বই থেকে আওরঙ্গাবাদ বিমানবন্দরে নামার পরই তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়েন।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের শত শত কর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে ‘তসলিমা গো ব্যাক’ শ্লোগান দিতে থাকেন। ইসলামের বিরুদ্ধে কথা বলায় জনতার জুতাপেটা খেলেন তসলিমা নাসরিন

তদের বক্তব্য ছিল, ইসলাম-বিরোধী লেখিকা তসলিমা নাসরিনকে কিছুতেই আওরঙ্গাবাদ শহরে পা রাখতে দেওয়া হবে না।

About banglamail

Check Also

ষাঁড় জাফর ইকবাল !

কোটা সংস্কার আন্দোলনকারীদের একতরফাভাবে সমালোচনা করে ফের তীব্র সমালোচনার মুখে পড়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. …