Sunday , May 27 2018
Home / ফেসবুক স্ট্যাটাস থেকে / একজন খালেদা জিয়ার জন্য সহিরন বেওয়ার ভালোবাসা !

একজন খালেদা জিয়ার জন্য সহিরন বেওয়ার ভালোবাসা !

গোল বৃত্তাকার চিহ্নিত বৃদ্ধা মহিলার নাম সহিরন বেওয়া,বাড়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায়। আজকে পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশের ব্যানারে বেগম জিয়ার ছবি দেখে ছুটে আসেন সহিরন বেওয়া। কিছুক্ষন জড়িয়ে ধরে রাখেন এবং চুমু দিতে থাকেন । আর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে দুই হাত তুলে বেগম জিয়ার জন্য প্রার্থনা করেন।

জোর কইরা ক্ষমতা দখলে রাখা যায়,কিন্তু এই ভালোবাসা অর্জন করা যায় না।

তজ্ঞতা: রাশেদ খান

About banglamail

Check Also

মাদকের চাইতে বেশী ভয়ঙ্কর হলো পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস !

মাদকের চাইতে বেশী ভয়ঙ্কর হলো পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস। মাদক দ্বারা ক্ষতিগ্রস্ত হয় গুটিকতেক লোক, গুটিকতেক …