Sunday , May 27 2018
Home / বিশেষ প্রতিবেদন / খালেদা জিয়ার নামে ২ কোটি টাকার সাজানো মামলা প্রসঙ্গ: একাত্তর টিভির প্রতিবেদন বিশ্লেষণ (ভিডিওসহ​)

খালেদা জিয়ার নামে ২ কোটি টাকার সাজানো মামলা প্রসঙ্গ: একাত্তর টিভির প্রতিবেদন বিশ্লেষণ (ভিডিওসহ​)

একাত্তর টিভির প্রতিবেদন বিশ্লেষণ: খালেদার নামে ২ কোটি টাকার সাজানো মামলা বনা হাসিনার ২০ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির মামলা!

২ কোটি টাকার ভিত্তিহীন মামলা নিয়ে আওয়ামী লীগ ও চামচা মিডিয়ার নির্লজ্জ নাচানাচিতে জাতি কি সব ভুলে যাবে?

মনে রাখবেন, হাসিনার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি মামলা আছে, ক্ষমতার জোরে আজ বেঁচে গেলেও কাল যখন বিরোধীদলে থাকবে তখন কি বিচার এড়াতে পারবে??

About banglamail

Check Also

আ.লীগ নেতাকে সভাপতি না বানানোতে মাদ্রাসার প্রধানের মাথায় মানুষের মল ঢাললো (ভিডিওসহ​)

আ.লীগ নেতাকে সভাপতি না বানানোতে এবং মাদ্রাসার জমি দখলে বাধা দেওয়ায় এবং ব্যবস্থাপনা কমিটিতে জায়গা …