Thursday , October 18 2018
Home / জেলা সংবাদ / ফেনীতে আল-আমিন সোসাইটির তাফসির মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

ফেনীতে আল-আমিন সোসাইটির তাফসির মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সমাজসেবী সংগঠন হিসেবে পুরস্কারপ্রাপ্ত সংস্থা আল-আমিন সোসাইটি পরিচালিত আল-আমিন আদর্শ নূরানী মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার পশ্চিম নাজিরপুরস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠের এ মাহফিলের প্রধান আলোচক ছিলেন দেশখ্যাত মুফাসসিরে কুরআন ড. মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

আল-আমিন সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কাজী মাওলানা এরশাদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে চাঁদপুর আব্দুল কাদের জিলানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নূরুন নবী, পশ্চিম নাজিরপুর নতুন মসজিদের খতিব মাওলানা কবির আহমদ ও সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আবসার তাফসির পেশ করেন।

মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর নিয়মিত তাফসিরুল কুরআন মাহফিলসহ সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে আসছে আল-আমিন সোসাইটি। ইতোমধ্যে মাওলানা কামাল উদ্দীন জাফরী, তারেক মনোয়ার, আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহেরী আল জাবের আল মাদানীসহ দেশ খ্যাত অনেক আলেম এসেছেন আল-আমিন সোসাইটির এই মাহফিলে।

ভিডিও দেখুন 

About banglamail

Check Also

টাঙ্গাইলের গোপালপুরে সরকারী কাজে বাধা দেয়া মামলায় টুকুর জামিন নামঞ্জুর

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভাস্থ কোনাবাড়ী আভুঙ্গী মোড় এলাকায় সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে থানায় দায়ের করা …