Sunday , March 25 2018
Home / নির্বাচিত সংবাদ / পি.এইচ.ডি ডিগ্রিধারী, চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রাপ্ত একজন ড. মুহাম্মদ ইমাম হোসাইনের গল্প

পি.এইচ.ডি ডিগ্রিধারী, চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রাপ্ত একজন ড. মুহাম্মদ ইমাম হোসাইনের গল্প

যা জানলে আশ্চর্য হবেন!!

১। ৫ম এবং ৮ম শেণিতে উপজেলায় এবং জেলায় যথাক্রমে ১ম স্থানসহ বৃত্তি লাভ!
২। দাখিল এবং আলিম পরিক্ষায় সমগ্র বাংলাদেশে মেধাতালিকায় যথাক্রমে ১১তম ও ১ম স্থান অর্জন!
৩। ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এ্যারাবিক এন্ড ল্যাংগুয়েজ বিভাগে অনার্স ও মাস্টার্সে সর্বোচ্চ মার্কসহ ১ম স্থান অর্জন!
৪।ফ্যাকাল্টিতে ১ম স্থানসহ! পি.এইচ.ডি ডিগ্রি অর্জন!
৫। মহামান্য রাষ্টপতি কর্তৃক প্রদত্ত ‘চ্যান্সেলর্স গোল্ড মেডেল’ অর্জন!
৬। যিনি একাধারে মুফাসসিরে ক্বুরআন, খতীব, পাবলিক লেকচারার এবং সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে কর্মরত আছেন!

তিনি হলেন প্রিয় আলেমে দ্বীন শায়খ ড. মুহাম্মদ ইমাম হোসাইন।

About banglamail

Check Also

ফাঁসির দিন রাতে যা বলেছিলেন আব্দুল কাদের মোল্লা !

কথাটি শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের। আমি তখন উনার পাশে। একই রকম কথা অনেকে অনেক …