Monday , June 18 2018
Home / ফেসবুক স্ট্যাটাস থেকে / হলফনামা করে বৌদ্ধ ধর্ম থেকে ২ জনের ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ

হলফনামা করে বৌদ্ধ ধর্ম থেকে ২ জনের ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ

আলহামদুলিল্লাহ, এই ২ জন ভাই আমার দাওয়াতী কাজের মাধ্যমে আর কিছুক্ষণ পরে কালেমা মুসলমান হবে আমাদের ৩০ একর বাইতুন নূর জামে মসজিদের খতিব সাহেব কাছে । উনার কাছে এর আগেও ১৬ জন ভাই মুসলমান হয়েছে ।

তারা বদ্ধ চাকমা থেকে মুসলমান হয়েছে, তাদের বর্তমান নাম আব্দুর রহমান এবং আব্দুল্লাহ

সবার কাছে এই নতুন ২ জন ভাইয়ের জন্য দোয়া চাই । আল্লাহ যেনো তাদের কে বাকী জীবনে ইসলামের উপর ঠি কে থাকার তৌফিক দান করে ।

Md Jane Alam Rajon

About banglamail

Check Also

ইসলামিক শব্দের আধিক্য বাংলা ভাষার জন্য হুমকিস্বরুপ – সুপ্রিতি ধার

নিজেদের বংশ পরম্পরায় বাঙালী দাবি করাদের পুরা নিউজফিড জুড়ে কেবলই আরবি ভাষার ছড়াছড়ি। সবার টাইমলাইমে। …