Monday , June 18 2018
Home / জাতীয় / ইমামদের সামনে অশ্লীল ব্যালে নৃত্য পরিবেশন করানো ইফা ডিজি শামীম আফজালের মেয়াদ বাড়লো ২ বছর !

ইমামদের সামনে অশ্লীল ব্যালে নৃত্য পরিবেশন করানো ইফা ডিজি শামীম আফজালের মেয়াদ বাড়লো ২ বছর !

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের চুক্তির মেয়াদ আবারো দুই বছর বাড়িয়েছে সরকার।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সিনিয়র জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালে প্রথম ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি গত ২০১৬ সালের ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান। ওই সময় পিআরএল বাতিল করে সরকার তাকে এক বছরের চুক্তিতে ইফার ডিজি নিয়োগ দেয়।

এদিকে ইফার এই ডিজি সামীম আফজাল নানা কারণে বিতর্কিত। ইমাম সম্মেলনে ব্যালে নৃত্য পরিবেশন করে তিনি সর্বাধিক সমালোচিত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

About banglamail

Check Also

ধর্ষণের চেষ্টার সময় জনতার হাতে গন ধোলাই খেলো ধনির দুলাল (ভিডিও সহ)

ধর্ষণে চেষ্টার সময় জনতার হাতে গন-ধোলাই খেলো ধনির দুলাল (ভিডিও সহ)। ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের …