Wednesday , October 17 2018
Home / আলোচিত সংবাদ / কেমন আছেন মায়ানমারের মুসলিমরা?

কেমন আছেন মায়ানমারের মুসলিমরা?

আজ কোথায় জাতিসংঘ?
কোথায় আজ বিশ্ব মানবধিকার
সংস্থা গুলো?
আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ
এবং বিশ্ব মানবধিকার সংস্থা
গুলো রুপ নিয়েছে বিশ্বরে
মুসলিমদের অধিকার হরন সংস্থায়।
মায়ানমারের মুসলিমদের অবস্থা
তাদের দেখে তারা মজা লুটছে।
মায়ানমারের মুসলিমদের পুঁড়িয়ে
মারা হচ্ছে,
মুসলিম মা বোনদের জীবিত অবস্থায়
তাদের স্তন কেটে নির্মম ভাবে
শহিদ করা হচ্ছে যা অত্যান্ত
যন্ত্রনাদায়ক।
নিষ্পাপ শিশুদের নির্মমভাবে শহিদ
করা হচ্ছে।
জীবিত মানুষকে উত্তাপ্ত আগুনে
পুঁড়িয়ে শহিদ করা হচ্ছে যা অত্যান্ত
যন্ত্রনাদায়ক।
এই দৃশ্য এই কুকুর গুলোর চোখে পরে না।
এই কুকুর গুলোর চোখে পরে বিশ্বের
বিষঁ ফোড়া ইজরাইলের কোন এক জন
বিষঁ ফোড়ার উপর হামলা হলে
তাদের ঘুম হারাম হয়ে যায়।
সাথে সাথে হামলাকারী দেশের
উপর শত শত ড্রোন হামলা চালায়
অথচ মায়ানমারে হাজার হাজার
নিড়হ মুসলিমকে অন্যায় ভাবে
নির্মম ভাবে শহিদ করা হচ্ছে এই
দৃশ্য তাদের চোখে পরে না।
সুতরাং আমার সকল মুসলিম বন্ধুদের
বিশেষ ভাবে অনুরধ করছি,আসুন আমরা
সেই নির্যাতিত মায়ানমারের
মুসলিমদের জন্য আল্লাহর কাছে
দোয়া করি,
আল্লাহ যেন তাদেরকে হেফাজত
করেন এবং কাফেরদের মোকাবেলা
করতে শক্তি দেন এবং সাহায্য
করেন।

About editor

Check Also

দুর্ঘটনার ওপর কারও হাত নেই – জাফর ইকবাল

আমি দুর্বল প্রকৃতির মানুষ। মাঝে মাঝেই আমি খবরের কাগজের কোনো কোনো খবর পড়ার সাহস পাই …